বড়শিমুল পঞ্চসোনায় স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা এলাকার সোমবার রাতে স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান। কনে অপ্রাপ্তবয়স্ক। কনের বাবা ও বর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।