বজ্রপাতে নিহত হালিম ও বৃদ্ধ রহিমার পাশে দাড়ালেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিনিধি :
বেতিল চরে বজ্রপাতে নিহত হালিমের পরিবার ও অসহায় বৃদ্ধ রহিমা খালার কাছে ঈদ বাজার ও নতুন কাপড় তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশাস। দুইটি পরিবারের মাঝে মোট ৪ হাজার ২৭৫ টাকার ঈদ বাজার তুলে দেওয়া হয়েছে। চাউল , লাক্স সাবান,লাচ্চা সেমাই, ডাউল,মিশ্রি, হলুদ, মরিচ, মসলা প্যারাসুট তেল, সওয়াবিন তেল, আলু, পেয়াজ,কাচা মরিচ,, আদা, কাপড় ও প্যান্ট শাট। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে শামিম রেজা ও শাহিনকে ধন্যবাদ প্রকাশ করে। এই মানুষ গুলোর পরিবারে দারিদ্র্যতার শেষ নেই। যেন নুন আনতে পান্তা ফুরায়। তাদের হাতে ঈদ বাজার তুলে দিতে পারলে অনেক অনেক আনন্দ এছাড়াও ধন্যবাদ সকল ফেসবুক বন্ধুদের আপনাদের পাঠানো টাকা দিয়ে বারবার অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটছে। আমি মাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসুন সবাই মিলে এই ঈদে আপনার আশে পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াই ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।