বঙ্গবন্ধু সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট
মোঃশরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচল সীমিত করা হয়েছে। এতে সেতুর ওপর দিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কুয়াশার কারণে সেতুর ওপর যানবাহন সর্তকতার সঙ্গে চলাচল করতে উভয় পাড়ের টোলপ্লাজা চালকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার কারণে থেমে থেমে সেতুর উভয় পাশের টোলপ্লাজা হতে পরিবহন ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এদিকে সেতুর ওপর দিয়ে থেমে থেমে ও ধীর গতিতে যানবাহন চলাচল করা এবং ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় ৩০০ মিটার অংশের সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও চালকদের। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর ও মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এছাড়াও এলেঙ্গার ৩০০ মিটারের উন্নয়ন কাজ ও খানাখন্দের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।