বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের নিমগাছী শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে মাহাতো ফাউন্ডেশন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা মাহাতো ফাউন্ডেশনের চেযারম্যান ডাঃ শাপলা রানীর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে আলোচনা করেন সিরাজগঞ্জ ৩
আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এড. ইমরুল হোসেন তালুকদার ইমন ,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, শহরলাল মাহাতো কলেজের প্রতিষ্ঠাতা তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ডাঃ গজেন্দ্রনাথ মাহাতো, সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন প্রমুখ।
