“বঙ্গবন্ধু পুরস্কার” পেলেন কাজিপুরের ডিজিএম আল-আমিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের শতভাগ সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক “বঙ্গবন্ধু পুরস্কার” পেলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কাজিপুর) এর ডিজিএম আবদুল্লাহ আল আমিন চৌধুরী।
ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল আমিন চৌধুরী ২০১৯ সালের ১০ জানুয়ারিতে সিপবিস-২ কাজিপুরে যোগদান করে নতুন সংযোগ প্রদান, নতুন এলাকা বিদ্যুতায়ন, সেচ সংযোগ প্রদান, সংযোগ লাইনের রক্ষণাবেক্ষণের আওতায় গাছপালা কর্তন, ট্রান্সফরমার চুরি রোধকল্পে বিশেষ সচেতনতামূলক মাইকিং, বিশেষ কারণে বিদ্যুৎ বন্ধ থাকলে তা আগেই মাইকিং করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, ঝড়-বৃষ্টি বা অন্য যেকোন কারণে বিদ্যুৎ বন্ধ হলে দ্রুততম সময়ে তা চালুর ব্যবস্থাসহ নানা কর্মকান্ডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নজর কাড়েন।
এ ছাড়া সংযোগ সংক্রান্ত যেকোন দাপ্তরিক কাজ তিনি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সম্ভব সব ধরণের প্রচেষ্টা পরিচালনার মাধ্যমে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা চৌদ্দ হাজার থেকে বেড়ে এখন আটষট্টি হাজারে দাঁড়িয়েছে। ৪’শ কৃষি সেচ সংযোগ বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১২’শতে। পূর্বের চারটি ফিডার বেড়ে এখন হয়েছে সাতটি। সিস্টেম লস হ্রাস পেয়ে১১.৭১ শতাংশ থেকে এসেছে ৯.৮৫ শতাংশ। আলোর গেরিলা টিম নামের বাহিনীর মাধ্যমে তিনি যেকোন দুর্যোগের পরেও দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে যাচ্ছেন।
সিরাজগঞ্জ পবিস-২ এর সকল কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মুজিববর্ষে পাওয়া এ পুরস্কার কর্তব্য পালনে আমাকে আরও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, গত ১৩-ডিসেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক ঢালী ইউসুফ আহমেদ স্বাক্ষরিত তালিকায় সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর নাম প্রকাশ করা হয়েছে।