বখাটেদের সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ায় তাড়াশে ২০ছাত্রীর স্কুলে যাওয়ার পথ সুগম হলো
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর
২০ জন ছাত্রী স্থানীয় বখাটেদের ইভটিজিং এ শিকার হয়ে ৭দিন স্কুলে যাওয়া বন্ধ করেছিল।
সংবাদটি অনলাইন সিরাজগঞ্জ নিউজ ২৪.কম ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে শনিবার ২৭
এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানের নেতৃত্বে থানার এস আই
নিয়ামুল ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান জানান, আমার অফিসের কর্মকর্তাসহ থানার
এস আই কে পাঠিয়ে ছাত্রীদের নিরাপত্তা মাধ্যমে স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি
আরো জানান দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মাধ্যমে রবিবার
স্কুলের প্রধান শিক্ষকসহ ছাত্রীদের বাবা এবং ওই সকল বখাটেদের বাবাদের উভয় পক্ষের অভিভাবক
নিয়ে বসে সমাধান করার নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে
যাওয়ার পথে প্রতিদিন ৮ থেকে ১০ জনের একটি সংগবন্ধ বখাটের দল মাঝদক্ষিনা বাজার
এলাকায় দাঁড়িয়ে ছাত্রীদের বিভিন্ন যৌন হয়রানি মূলক আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল
এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০ এপ্রিল ঘটনার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল
২০ ছাত্রী।