ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত তাড়াশের রাজপথ
লুৎফর রহমান, তাড়াশঃ
ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত সিরাজগঞ্জের তাড়াশের রাজপথ।
আজ ১০ (নভেম্বর) রবিবার সকালে পৌর বিএনপি ও ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, খোন্দকার, আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী,পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা, যুবদল নেতা সোহেল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাবির আহম্মেদ খোন্দকার, মেহেদী হাসান নিরব,মিলন মাহমুদ, আশিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বারিক খোন্দকার বলেন,স্বৈরাচার এরশাদ-বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে আজকের এই দিনে পুলিশের গুলিতে নিহত হন শহীদ নূর হোসেন।তবে দিনটিকে ঘিরে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগকে প্রতিহত করতে পৌর বিএনপি ও ছাত্র-জনতা কঠোর অবস্থান নিয়েছে।
বিভিন্ন পেশার মানুষ অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ‘ফ্যাসিস্টদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ঠিকানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শহীদ নূর হোসেন লও লও, লও সালাম’- এসব স্লোগানে উত্তাল তাড়াশের রাজপথ।