প্রেমিকের উপর অভিমান করে সরিষাবাড়ীতে গলায় ফাস দিয়ে শিক্ষার্থীর মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের উপর অভিমান করে গলায় উড়নার ফাস
দিয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১২ টায় উপজেলার কান্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় নিহতের পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর পরিবার এবং স্থানীয় সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের হুরমুজ আলীর কন্যা তানিয়া আকতার পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখা পড়া করতো।
বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই গ্রামের পাশের বাড়ীর আলাউদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৮)এর সাথে প্রেমের সর্ম্পক চলছিল। বিষয়টি জানাজানি হলে তানিয়ার প্রেমিক সোহাগের পরিবারের পক্ষ থেকে গত শনিবার তানিয়ার পরিবারের
নিকট বিয়ের প্রস্তাব দেয়।ওই বিয়ের প্রস্তাব প্রত্যখান করায় তানিয়া আক্তার প্রেমিকের উপর অভিমান করে গলায় ফাস দিয়ে এ আত্মহত্যা করে।জানতে চাইলে শিক্ষার্থীর পিতা হুরমুজ আলী ও মাতা সনেকা বেগম জানান, আমার মেয়ে তানিয়া আক্তার বিদ্যালয়ে না গিয়ে দুপুর ১২ টার দিকে তানিয়ার পড়ার কক্ষে ঘরের ধন্যার সাথে গলায় উডনা পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করেছে।এ ঘটনায় সরিষাবাড়ী থানার ওসি তদন্ত জোয়াহের হোসেন খানের নেতৃত্বে এস আই রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেন।