প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা, চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন জাহান-আরা স্কুল।
শুভ কুমার ঘোষ, বিশেষ প্রতিতিধি :
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় টানা চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জাহান-আরা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সোমবার সকালে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিনবারের চ্যাম্পিয়ন টিম জাহান আরা উচ্চ বিদ্যলয় ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়। খেলায় জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় কে হারিয়ে টানা চতুর্থ বারের মত শিরোপা অর্জন করে জাহান আরা উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বির্পযয়ে জ্ঞানদায়েনী স্কুল মাত্র ৫৮ রানে সব উইকেট হারান। পরে ব্যাটিং এ নেমে নির্ধারিত ওভারের আগেই শিরোপা নিশ্চিত করেন জাহান আরা স্কুল। খেলা শেষে সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ফিরোজ মাহমুদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব এমদাদুল হক এমদা। চ্যাম্পিয়ন টিমের পক্ষে ট্রফি গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন এবং সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।