সিরাজগঞ্জ

প্রসাধনী কৌটায় ইয়াবাপাচারকারী মূল হোতা গ্রেফতার

কুরিয়ারেরমাধ্যমে প্রসাধনীর কৌটার ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারকারী চক্রের মূল হোতা মনিরুজ্জামান লাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২৯ জুন শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাবু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ইয়াবা পাচার মামলার প্রধান আসামি বলে জানা যায়।

২ জুন সুন্দরবন কুরিয়ারে পার্সেলের মাধ্যমে প্রসাধনীর কৌটায় অভিনব কৌশলে চট্টগ্রাম থেকে চার হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট আমদানিকালে লাবু বিশ্বাসের দুই সহযোগী আল আমিন ও আব্দুল জলিলকে আটক করা হয়। আটকরা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জব্দ হওয়া ইয়াবার মূল মালিক মনিরুজ্জামান লাবু বিশ্বাস বলে জানায়।

এ ঘটনার পর লাবু বিশ্বাস গা ঢাকা দেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।