প্রশাসনের ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এলিন
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নিম্নআয়ের মানুষের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দিলেন সরিষাবাড়ী উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কামরাবাদ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান, এস,এ কার্গো লিমিটেড এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান এলিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সারা বিশ্বের মতো বাংলাদেশের জন্যও হুমকি হয়ে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরইমধ্যে দেশে সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশাল এই চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে সরিষাবাড়ী উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কামরাবাদ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান, এস,এ কার্গো লিমিটেড এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান এলিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনায় এই অবস্থায় সবাইকে ঘরে থাকতে হচ্ছে। নিম্নআয়ের ও কর্মহীন মানুষের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ঘরে ঘরে গিয়ে। বেসরকারিভাবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র সহযোগিতায় উপজেলা প্রশাসন একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। ইতিমধ্যে সমাজের অনেক বৃত্তবানরা এগিয়ে এসেছে। উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কামরাবাদ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান, এস,এ কার্গো লিমিটেড এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান এলিন উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে। তার মতো সবাই এগিয়ে আসলে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের সহায়তা ভালোভাবে দিতে পারবো।
সরিষাবাড়ী উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কামরাবাদ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান, এস,এ কার্গো লিমিটেড এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান এলিন বলেন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে এই অর্থ দিতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এই ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।