“প্রথম দেখা” মোঃ মোহসেনুল মোমেন
“প্রথম দেখা”
মোঃ মোহসেনুল মোমেন
প্রথম দেখার দিনটি তোমার মনে পড়ে?
একটুখানি হাসির ঝিলিক লাজুক মুখে,
একটুখানি অবনত দৃষ্টি ছিলো ঐ দুচোখে,
মাঝে মাঝে চোখের কোণায়
একটু খুশীর চমক ছিলো রঙ্গিন হয়ে,
নাকের ওপর অল্প অল্প ঘামের আভাস,
আলতোভাবে ঠোঁট দুটোতে কাঁপন ছিলো,
হঠাৎ যেন চমকে উঠে চাইলে তুমি,
বলেছিলাম যখন আমি হালকা স্বরে, “কেমন আছো?”
মিষ্টি হাসি ভরিয়ে তোলা মুখটা তখন
লক্ষ কোটি অনুভবের জানান দিলো,
মনটা যেন ভরিয়ে দিলো।
সেই যে প্রথম হাতের ছোঁয়া তোমার হাতে!
শিউরে ওঠা অনুভবে হার মেনেছে সকল ছোঁয়া,
বাঁধভাঙা সেই ভালোলাগার জোয়ার যেন
আজও তেমন মনের মাঝে ছড়িয়ে আছে!
প্রথম দেখা, প্রথম কথা,
প্রথম ছোঁয়ার মাদকতায় ভরিয়ে দেওয়া মন,
খুঁজে পেতে চায় যে সারাক্ষণ।
২২শে অক্টোবর, ২০১৯ ইং।