তাড়াশ

প্রতিবন্ধী স্ত্রীর সন্ধান চায় স্বামী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে মোছা: আলেকা খাতুন নামের এক বয়স্ক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। সে মোটা স্বাস্থ্যের অধিকারী। শারীরিকভাবে প্রতিবন্ধী, হাটার সময় লাঠি ব্যবহার করেন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো বরকা। আলেকা উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বইড়চড়া গ্রামের হাচান আলীর স্ত্রী।

স্বামী হাসান আলী বলেন, গত শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ দুপুরে বাড়ি থেকে একই উপজেলার মানিকচাপর গ্রামে যাওয়ার কথা বলে নিজের বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে স্বামী হাচান (০১৭৮৪-৭২৬১৯০) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।