প্রতারনা থেকে রক্ষা করতে শাহজাদপুরে পুলিশ নিয়োগে সতর্কীকরণ লিফলেট বিতরণ
আবির হোসাইন শাহিন :
পুলিশ নিয়োগকে কেন্দ্র করে দালাল, অসাধু ব্যক্তির সাথে অর্থ লেনদেন বা প্রতারনার আশ্রয় না নিতে শাহজাদপুরে সতর্কীকরন লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে থানা পুলিশ কর্তৃক শাহজাদপুর পৌরসভা কার্যালয়ের সামনে এ লিফলেট বিতরণ কাজের উদ্বোধন করা হয়। এ লিফলেট উপজেলার প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর থানার ওসি(তদন্ত) রাকিবুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, করতোয়া প্রতিনিধি সাগর বসাক প্রমুখ। ওসি(তদন্ত) রাকিবুল হক বলেন, আগামী ৩ জুলাই থেকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রদান করা হবে। এই নিয়োগে দালাল বা অন্য কারো সাথে অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়া এবং সেই সাথে নিজে প্রতারনার আশ্রয় না নেওয়ার জন্য এ সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হচ্ছে। কেউ আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আ্ইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এদিকে পুলিশ কর্তৃক সতর্কীকরণ লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করার জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে শাহজাদপুরের সুধীমহল।