প্রচারণায় নেমেও নিয়মিত রোগী দেখছেন চিকিৎসক নৌকার প্রার্থী- আব্দুল আজিজ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

ভোটের মাঠে নেমেও রোগীদের ভীড় সামলাতে হচ্ছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ) আসনে আওয়ামীলীগের প্রার্থী ডা. মো. আব্দুল আজিজকে। নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকে যেখানেই তিনি গণসংযোগ, পথসভা বা উঠান বৈঠক করছেন তিনি সেখানেই শিশু রোগী নিয়ে ভীড় করছেন ভোটাররা। আর শত ব্যস্ততার মাঝেও ক্লান্তি ভুলে বিনামূল্যে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন দেশের খ্যাতনামা এই শিশু বিশেষজ্ঞ। প্রচারণায় নেমে ডা. আব্দুল আজিজ কোমলমতি শিশুদের চিকিৎসা দেয়ার বিষয়টি নিয়ে পুরো সিরাজগঞ্জ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধী শিবির এটাকে ভোট আদায়ের কৌশল হিসেবে দাবী করলেও সাধারণ মানুষ ও রোগীর স্বজনেরা বিষয়টিকে মানবসেবার অনন্য দৃষ্টান্ত বলেই মনে করছেন। রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. আজিজ দেশের খ্যাতনামা একজন শিশু বিশেষজ্ঞ। ঢাকাতে থাকলেও তিনি তাড়াশ ও রায়গঞ্জ এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। আর এলাকার রোগী গেলে কোন সিরিয়াল লাগে না। এসব কারণে চিকিৎসক হিসেবে তাড়াশ-রায়গঞ্জে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তাড়াশ সদরের ফরিদা আক্তার ও শাপলা খাতুন, রায়গঞ্জের মনোয়ারা বেগম, আব্দুস সালামসহ বেশ কয়েকজন শিশু রোগীর অভিভাবক বলেন, ডাক্তার সাহেবের চিকিৎসা হাত খুব ভাল। এ এলাকার অনেক শিশুকে তিনি ভাল করেছেন। নির্বাচন উপলক্ষে তাকে কাছে পেয়েছি। এই সুযোগে আমরা আমাদের শিশুদের তার কাছে নিয়ে গেলে তিনি আন্তরিকতার সাথে ঔষধ লিখে দিয়েছেন। ঢাকা শিশু হাসপাতালের অবৈতনিক মেডিকেল অফিসার ডা. ইউসুফ আলী জানান, ডা. আজিজ প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠেই নিজ বাড়িতেই প্রায় অর্ধ শতাধিক রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন স্থানে গণসংযোগ বা পথসভা করতে গেলে শিশুদের বাবা-মা রোগী নিয়ে আসেন। এ সময় গণসংযোগের মাঝেও তিনি রোগী দেখে ব্যবস্থাপত্র দেন।

শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীকেও দেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তিনি। নির্বাচনী প্রচারণার ফাঁকে প্রতিদিন গড়ে অর্ধ-শতাধিক রোগী তিনি দেখছেন। এছাড়াও তিনি রায়গঞ্জ-তাড়াশ এমনকি পাশ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর ও সিংড়া এলাকার ঠোটকাটা ও তালুকাটা সকল রোগীকে ঢাকা শিশু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করে আসছেন বলে জানান ডা. ইউসুফ। ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন বলেন, এ আসনটিতে আওয়ামীলীগের ২০ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নানা দ্বন্দ্ব আর কোন্দলে জর্জরিত রায়গঞ্জ-তাড়াশকে মাত্র ১৫ দিনেই ঐক্যবদ্ধ করতে পেরেছেন ডা. আজিজ। তিনি একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ার কারণে সকলেই নৌকার পক্ষে কাজ করছে। এলাকায় রাজনৈতিক নেতা হিসেবে তার তেমন কোন পরিচয় না থাকলেও চিকিৎসক হিসেবে রয়েছে যথেষ্ট খ্যাতি। এ খ্যাতি কারণেই আগামী নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, ডা. আজিজ দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। এবার এসেছেন প্রার্থী হিসেবে। এ ক্ষেত্রে শত ব্যস্ততা থাকলেও দলমত নির্বিশেষ তিনি সকল রোগীকেই চিকিৎসা দিচ্ছেন। একজন প্রার্থী হিসেবে তার এ ব্যতিক্রমী কর্মকান্ডে সকলেই সন্তুষ্ট।

এ বিষয়ে আওয়ামীলীগের প্রার্থী ডা. আব্দুল আজিজ বলেন, মানবসেবার ব্রত নিয়ে আমি চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করেছি। বিশেষ করে চলনবিল অধ্যুষিত অবহেলিত তাড়াশ-রায়গঞ্জের হতদরিদ্র পরিবারের শিশুদের সুচিকিৎসার অভাব রয়েছে। আমি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করলেও আমার এলাকার শিশুদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চিকিৎসা দিয়ে এসেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে এ অঞ্চলে পাঠিয়েছেন। এতে করে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই প্রতিদিন গণসংযোগ করলেও শিশু রোগী দেখা অব্যাহত রেখেছি। আমার কাছে এসে কোন শিশুর পিতা-মাতা যেন তার সন্তানের চিকিৎসা বঞ্চিত না হন সেটাই আমার লক্ষ্য। যে মাই তার শিশুকে নিয়ে আসেন আমি ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি। প্রয়োজনে একটি শিশু রোগীকে একাধিকবারও দেখতে হচ্ছে। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীদেরকেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে এতে নির্বাচনী প্রচারণায় কোন ব্যাঘাত ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে ডা. আজিজ বলেন, ভোট চাওয়ার পাশাপাশি দু-চারটা রোগী দেখলে এমন সময়ের ক্ষতি হয় না। প্রচারণার ফাঁকেই রোগী দেখে চিকিৎসা দিচ্ছি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.