উল্লাপাড়া

পুলিশের ফুলে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি গেলেন অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানার পুলিশ কনষ্টেবল আলী আকবরকে চাকুরি থেকে অবসরে যাওয়ার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে । সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উল্লাপাড়া মডেল থানার আয়োজনে অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয় । পরে ফুলে সুসজ্জিত থানার পিক-আপ গড়িতে করে পুলিশ কনষ্টেবল আলী আকবরকে তার গ্রামের বাড়ি শাহজাতপুর উপজেলার পুরান টেপরী গ্রামে পৌছেদেন ।

আলী আকবর দীর্ঘ ৩৮ বছর ৭ মাস পুলিশের কনস্টেবল পদে সুনামের সহিত চাকরি করে অবসরে যান । যাবার বেলায় তার শেষ কর্মস্থল উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস তার হাত ধরে ফুলে সুসজ্জিত গাড়িতে উঠায়ে দেন । এ সময় তার সহকর্মী ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন । পরে তার নিজ বাড়িতে পৌছিয়ে দেয় ।

অপর দিকে সলংগা থানায় কর্মরত কনস্টেবল মোঃ শামসুর রহমান ৩৬ বছর চাকুরী জীবন শেষ করে ১লা আগষ্ট/২০২১ইং অবসরে যান। সলঙ্গা থানার পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।

বিদায় সংবর্ধনা শেষে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী তার হাত ধরে ফুলে সুসজ্জিত থানার পিক- আপ গাড়িতে উঠায়ে দেন ।

এ সময় তার সহকর্মী ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন । পরে ফুলে সুসজ্জিত গাড়িতে করে তার বাড়িতে পৌছে দেয় ।