পিতা বাস চাপায় নিহত, যমজ ৩ সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত
মাসুদ রেজা: সিরাজগঞ্জের কামারখন্দে যমজ তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতা লোকমান হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর বাস চাপায় নির্মম মৃত্যু হয়েছে।
নিহত লোকমান ওই উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ওসিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার কোনাবাড়ীর চোরাস্তা মোড়ে বাসচাপায় গুরুতর আহত হন লোকমান হোসেন (৩২)।
বিকেলের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে কোনাবাড়ীর চোরাস্তা মোড় পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে লোকমানের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাসচাপায় লোকমানের মৃত্যুর বিষয়টি করেছেন। উল্লেখ যে, সম্প্রতি সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিন সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শারমিন জাহান। এর মধ্যে দুইটি মেয়ে ও এক ছেলে সন্তান।