পারিবারিক সচেতনার মাধ্যমেই দূর করতে হবে সমাজের সকল অবক্ষয় -পুলিশ সুপার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেছেন,পারিবারিক সচেতনতার মাধ্যমেই দূর করতে হবে সমাজের সকল অবক্ষয়। সমাজ সচেতন হলে অপরাধ দূর হবে। মাদক মুক্ত সমাজ হবে। সমাজ থেকে দূর হবে বাল্য বিয়ে। ইভটিজিং থেকে রক্ষা পাবে আমাদের মেয়েরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সলঙ্গা থানা পুলিশের আয়োজনে, মাদক প্রতিরোধ,জঙ্গীবাদ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্য বিবাহ রোধসহ সকল সামাজিক অপরাধ নিয়ন্ত্রনে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড মো: তাজুল হুদার সভাপতিত্বে ও উপ-পরিদর্র্শক (এসআই) সবুজ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল আব্দুর রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ খিষ্টান পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী গজেন্দ্রাথ মন্ডল,থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আলাউদ্দিন সরকার,ফুলজোড় ডিগ্রি কলেজের শিক্ষক শাহেদ আলী শেখ প্রমুুখ।