পলাশবাড়ীতে বসতবাড়ীর উপর দিয়ে বিদ্যুৎতের তার যাওয়া দ্বন্দে সাংবাদিক সহ আহত ২, আটক ১
আবির হোসাইন শাহীন,নিজস্ব প্রতিবেদক;-
বসতবাড়ীর উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তার যাওয়াকে কেন্দ্র করে দ্বন্দে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে হত্যার উদ্দেশে মাদকসেবী শফিউল আযম বিটুর এন্টিকাটার ছুরির আঘাতে সাংবাদিক শাহরিয়ার কবির ও সোহাগ নামে যুবকসহ আহত ২ জন। এ ঘটনায় ঘাতক বিটু’কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৪ মে রাত সাড়ে ৮ টার দিকে, পলাশবাড়ী উপজেলা সদরের ছোট হরিনমারী গ্রামে। আহত সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দ দৈনিক ভোরের কাগজ ও ভোরের দর্পণ পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও আলোকিত সকালের গাইবান্ধা জেলা প্রতিনিধি। আহত সাংবাদিক পলাশবাড়ী উপজেলা সদরের ছোট হরিণমারী গ্রামের তাজল আকন্দের ছেলে। আহত অপরজন তার ভাতিজা সোহাগ। সাংবাদিক শাহরিয়ারের গলায় ও ভাতিজার পেটে ছুরিকাঘাত করে মাদকসেবী বিটু। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় তার প্রতিবেশী আটককৃত শফিউল আযম বিটু একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।