নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের এমপি তানভীর ইমাম বলেছেন,বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। দেশের পরিকল্পিত উন্নয়নের কারনে সারা বিশ্ব এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। গ্রামাঞ্চল থেকে সিটি শহর এমন কোন স্থান নেই যেখানে এই সরকারের উন্নয়ন পৌঁছেনি। সব মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। যার কারনে আজ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠের নামার আহ্বান জানান। শনিবার দুপুরে উপজেলার বিজ্ঞান কলেজ মাঠে তৃর্ণমূল নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তানভীর ইমাম আরো বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই উপজেলা থেকে বিএনপি জামায়াতের সন্ত্রাসী,নাশকতাকারীদের শক্ত হাতে দমন করেছি। তারা আন্দোলনের নামে আমাদের দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষের ঘরবাড়ী জ্বালিয়ে দিয়েছে। তাদের হাত থেকে গবাদিপশু পর্যন্ত রক্ষা পায়নি। তারা আমার উপর বার বার হামলা চালিয়েছে। কিন্তু আমি ভয়ে পিছু হটিনি। আমি এই উপজেলার মাটিতে তাদের কোন সন্ত্রাস নাশকতা করতে দেবো না। এই উপজেলার বিগত দিনের সন্ত্রাস, রাহাজানী বন্ধ করেছি। আপনারাও তাদের শক্ত হাতে প্রতিহত করুন। নিজেদের মাঝে দ্বিধা দন্ধ ভুলে তিনি নেতাকর্মীদের আবারও নৌকার বিজয় সু-নিশ্চিত করার তাগিদ দেন।
শনিবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভার সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না,মীর আরিফুল ইসলাম উজ্জল,আরিফ বিন হাবীব, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সোহেল রানা,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হির,দূর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আফছার আলী সহ প্রমুখ।
সভায় উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।