নেপালে বিমান ট্রাজেডি: গ্রামের সন্তানকে গ্রামেই ফেরত চান এলাকাবাসী।
ইমরান হোসেন আপন
২০০৩ সালে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা মো: রকিবুল হাসান ঝন্টু গতকাল নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।আর তার সাথেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। সাধরন জনগন থেকে শুরু করে সবার মনেই কাজ করছে অজানা ভয়, কোথায় করা হবে তাকে সমাহিত? প্রথমেই আমরা কথা বলতে যাই ৭ নং বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাহহার সিদ্দিকীর (রকিবের চাচাতো ভাই) কাছে।
তিনি বলেন, বিমান দুর্ঘ্টনার পর অনেকে আমার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে। মৃত্যর সংবাদ নিশ্চিত হলে এলাকার এবং স্বজনদের সবাইকে জানাই। এরপরই এলাকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শ্রমজীবী সাধারন মানুষ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনেরা সকলে আমার কাছে দাবি জানায় যে, আমাদের গ্রামের কৃতি সন্তানকে গ্রামেই সমাহিত করা হোক।
যেন আমরা তার কবরের পাশে দাড়িয়ে তার জন্য প্রান খুলে দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি।চেয়ারম্যান বলেন, এ ব্যপারে রকিবের পরিবারের সাথে যোগাযোগ করছি যাতে এলাকাবাসির দাবি পুরুন হয়।প্রসঙ্গতঃ রকিবুল হাসান ঝন্টু ক্যালিফো বাংলাদেশ লিমিটেড এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।