নিলাম ছাড়া পরিত্যক্ত মালামাল ভাঙরি দোকানে বিক্রি করলেন ইউএনও
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিভিন্ন অভিযানে জব্দকৃত মালামালসহ গোডাউনে পরে থাকা পরিত্যক্ত আসবাবপত্র নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে। নিলাম কমিটি গঠন করে দরপত্র আহ্বানের মাধ্যমে উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও রাতের আঁধারে ভাঙরি দোকানের ওইসব মালামাল বিক্রি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিনসহ আসবাবপত্র জব্দ করেন। জব্দকৃত ওইসব মালামালসহ গোডাউনে পড়ে থাকা শ্যালো ইঞ্জিন, পুরাতন স্টিল আলমারি, কাঠের আসবাবপত্র, নষ্ট জেনারেটর, নষ্ট কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, আইপিএস ইত্যাদি পরিত্যক্ত মালামাল নিলাম বোর্ড গঠন ছাড়াই ভাঙরি দোকানে বিক্রি করেছেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। উল্লেখিত মালামাল বিক্রির টাকাও কোষাগারে জমা দেয়া হয়নি।
এ বিষয়ে জোতপাড়া লেদুর মোড় এলাকার ভাঙরি দোকানদার মো. এমদাদুল হক বলেন, ইউএনও স্যার আমাকে ডেকে নিয়ে গোডাউনে কিছু পুরাতন নষ্ট মালামাল বিক্রি করার জন্য দেখান। পরে মালামাল গুলো আমি ৮৬ হাজার টাকায় কিনে নেই। নিলামের মাধ্যমে কিনেছেন কিনা জানতে চাইলে বলেন, গোডাউনে থাকা মালগুলো লর্ড ধরে আমি দামাদামি করে কিনে নিয়েছি, সেখানে কোন নিলাম টিলাম হয় নাই এবং অন্য কেউ ছিলোও না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অফিসের কিছু পরিত্যক্ত জিনিস ভাঙরি দোকান বিক্রি করা হয়েছে তবে টাকার পরিমাণ এত না। আরু কিছু জানার থাকলে অফিসে যাওয়ার কথা বলেন তিনি।