নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পরিদর্শন করলেন -এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন, সিরাজগঞ্জ সদর-কামার খন্দ আসনের এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। রোববার (৩১মার্চ-২০১৯) দুপুরে এ সময় তার সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বি এম এ ও স্বাচিপ সিরাজগঞ্জ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এসময় তারা এম পিকে নির্মানাধীন ক্যাম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখান প্রকল্প পরিচালক ডাঃ কৃষ্ণ পদ পাল এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এবং কলেজের শিক্ষকবৃন্দ। পরে প্রকল্প পরিচালকের কক্ষে গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীগন মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের সার্বিক পরিকল্পনা প্রদর্শন করেন। এসময় কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মেডিকেল এডুকেশনের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং কলেজের জন্য দুইটি বাস প্রদানের জন্য অনুরোধ জানান মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে নার্সিং ইন্সটিটিউট স্থাপনের ব্যবস্থা না থাকায় উপস্থিত এম পি সহ সকলেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। প্রকল্প কর্মকর্তাগন এম পিকে অবহিত করেন যে, আগামী ২০২০ সালের জুলাই মাসে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মান কাজ সম্পূর্ণ হবে। এম পি মহোদয় প্রকৌশলীদের যথাসময়ে প্রকল্প সমাপ্ত করার জন্য তাগাদা দেন।