নির্বাচনী পরবর্তী সহিংসতায় তাড়াশে আ’লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে তাড়াশে ৫ম ধাপে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ কবির চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে ইউনিয়নের ধামইচ হাট মসজিদের ওযুখনায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শর্য্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, নির্বাচন চলাকালীন সময়ে সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ কবির চৌধুরী নৌকার পক্ষে এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোনায়েম হোসেন জেমস আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ জুলফিকার আলী ভূট্ট’র পক্ষে নির্বাচনী প্রচারনা করে। গত ১ জানুয়ারী সন্ধ্যায় নৌকার প্রার্থীর মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর মোঃ জুলফিকার আলী ভূট্ট’র সমর্থকদের নির্বাচনী প্রচারনা নিয়ে হট্্রগল সৃষ্টি হলে ঘটনাস্থলে ১০টি মোটর সাইকেল ভাংচুরসহ ১৫-২০ জন আহত হয়।
সেই সুত্রধরে মঙ্গলবার মাগরিব নামাজের জন্য ধামাইচ বাজারস্থ মসজিদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ কবির চৌধুরী গেলে পূর্ব শত্রæতার জের ধরে মোনায়েম হোসেন জেমস বাহিনী অতর্কিত ভাবে বাহিনী হামলা করে। এতে এফ কবির চৌধুরীর গুরুত্বরভাবে আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শর্য্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় ৫টি সেলাই ও পায়ে ৪টি সেলাই দেওয়া হয়েছে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এবিষয়ে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোনায়েম হোসেন জেমস বাহিনীর সদস্যরা আমার ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই সন্ত্রাসী বাহিনীর হুমকি-ধামকি ও হামলায় আমার নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যাঘাত ঘটেছিলো। এই বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
তিনি আরও বলেন, মোনায়েম হোসেন জেমস্ বাহিনীর প্রধান মোনায়েম হোসেন জেমস্। তার অনুসারী সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকন ফারুকী, ছাত্রলীগ নেতা, শাওন ফারুকী, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ রানা, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রনজু শেখ সহ আহম্মেদ ইমতিয়াজ, মমিন প্রামানিক, মিরন, তোফাজ্জল, রান্টু আমার ছোট ভাইয়ের উপরে হামলা চালিয়েছে।
অভিযুক্ত জেমস্ বাহিনীর প্রধান মোনায়েম হোসেন জেমস্ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থীর কাজ করায় আমাকে ফাঁসানোর চেস্টা করা হচ্ছে।
সিরাজগঞ্জ ২৫০ শর্য্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় এফ কবির চৌধুরীকে রাত ৯দিকে হাসপাতালে নিয়ে আসে। তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে সে হাসপাতালের পেইন বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ঘটনাটি অত্যান্ত দূঃখজনক। আমি এমন ঘটনার তীব্র নিন্দা জানাই সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্ত্রিদাবী করছি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।