নিমগাছিতে শহরলাল কলেজের ভবন উদ্বোধন
আব্দুল কুদ্দুস তালুকদার,নিমগাছি:
শনিবার নিমগাছির কড়িতলায় শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন, নবীন বরন, মনোজ্ঞ আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে এক সভা বিকেল তিনটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – আলহাজ্ব এ্যাডভোকেট জুনাইদ আহমদ পলক। কৃষ্ণ চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন রায়গঞ্জ- তাড়াশের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার, প্রয়াত শহরলাল মাহাতোর কৃতি সন্তান শুশান্ত কুমার মাহাতো, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিমুর রহমান, জেলা পরিষদ সদস্য ও সমাজপতি ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো, তাড়াশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিন্নাহ্ আলমাজি, সাধারন সম্পাদক খোন্দকার শরীফুল আলম, সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন ছানা, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম তালুকদার ঝন্টু, নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদার, বিষমডাংগা গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ খগেন্দ্র নাথ মাহাতো, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপন, তালম ইউপি চেয়ারম্যান আব্বাসউজ্জামান, ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সরকার, ধামাইনগর ইউনিয়ন সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল হক নয়ন রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, ছাত্রলীগ রায়গঞ্জ শাখার সভাপতি ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শোভন সরকার, উঁরাও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক যোগেন্দ্র নাথ টপ্য, নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ, সিরাজগঞ্জ জজ কোর্টের এ্যাডভোকেট লোকমান হাকিম, আব্দুল মতিন মাস্টার প্রমূখ। তার আগে কলেজের শিক্ষাথীগন অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায়। শেষে কলেজের পক্ষ থেকে নবীন ছাত্র- ছাত্রীদের রজনীগন্ধার স্টীক দিয়ে বরন করা হয়। পরে গভীর রাত অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা।