রায়গঞ্জ/সলঙ্গা

নিমগাছিতে ভোটের আগে ভোট

আব্দুল কুদ্দুস তালুকদার , সিরাজগঞ্জ ঃ

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন কারা পাবে তা নির্ধারনের জন্য গত মঙ্গলবার সকাল ১১ টায় নিমগাছি মৎস্যচাষ প্রকল্প অফিসের পুকুরপাড়ে ভোটপর্ব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ্। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ- তাড়াশ – সলঙ্গা এলাকার নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মৎস্য- প্রাণিসম্পদ মন্ত্রী গাজী আব্দুল লতিফ বিশ্বাস, সহ সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক গাজী আবু ইউসুফ সূর্য, সহ সভাপতি গাজী ইসহাক আলী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী হাসান, জজ কোর্টের পিপি এ্যাডভোকেট গাজী আব্দুর রহমান, সদস্য ও রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, সদস্য ও সাবেক এমপি প্রয়াত ইসহাক হোসেন তালুকদার তনয় এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন প্রমূখ। এতে রায়গঞ্জ উপজেলা , সলঙ্গা থানা , ৯ ইউপি ও ১ পৌরসভা কমিটির ২৯০ জন ভোটার তাদের ভোট দেন। যদিও ৭ জন অনুপস্থিত ছিলেন মর্মে জানা যায় নির্বাচন কমিশন সূত্রে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৭ জন প্রার্থী আবেদন জমা দেন। চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী ছিলেন। তারা হলেন আব্দুর রহিম মাষ্টার, আবুল কালাম আজাদ হৃদয়, এ্যাডভোকেট আব্দুস সাত্তার দুলাল, হাসানুজ্জামান সুলতান, শরীফুল ইসলাম ঝন্টু, আলহাজ্ব রহমত আলী, আব্দুল হাদী আলমাজি জিন্নাহ্ , খোন্দকার শরীফুল আলম শরীফ, গোলাম হোসেন শোভন সরকার ও এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন। অবশ্য ভোট পর্ব শুরুর প্রারম্ভেই প্রথমোক্ত তিন জন লিখিত ভাবে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন, তবে ব্যালট পেপারে তাদের ছবি ও নাম ছিল। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ১৩ জন ; তারা হলেন ফারুক আহমেদ সরকার শিখন, এ্যাডভোকেট লোকমান হাকিম, আব্দুর রউফ সরকার বকুল, ছাইদুল ইসলাম চান, আমিনুল ইসলাম শিহাব, জাহিদুল ইসলাম মাইকেল, রেজাউল করিম বাচ্চু, গাজী আব্দুর রহমান, নির্মল কুমার মাহাতো, আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার, আসাদুল ইসলাম, লিটন খান ও তৌহিদুল আলম শাহীন। শেষোক্ত জন তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন ; তারা হলেন নিস্কৃতি রানী দাস, লীনা হক লুৎফা, পাপিয়া পারভীন পরী ও ইয়াসমীন পারভীন মুনমুন। দুপুর বারটা থেকে ভোটপর্ব শুরু হয় কিন্ত এক বুথে দেরী হবার জন্য দুই বুথ করা হয় দ্রুত কাজ শেষ করার জন্য। চলে বিকেল ৪ টা অবধি। প্রশাসনের কড়া নিরাপত্তার মাঝে ভোটারগন শান্তিপূর্ন ভাবে ভোট দেন সৌহার্দ্রমূলক পরিবেশে ; বিশেষ ভাবে প্রসংসার দাবীদার রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকারের সার্বক্ষনিক ফোর্সসহ উপস্থিতি আর স্বেচ্ছা সেবক গনের কর্মতৎপরতা। এর আগে চান্দাইকোনা, রায়গঞ্জ, ধানগড়ায় অপ্রীতিকর, অনাকাঙ্খিত পরিবেশের সৃষ্টি হওয়ায় নিরিবিলি ছিমছাম ভেনুতে সুষ্টুভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সবাই খুশী বিশেষ ভাবে নব নির্বাচিত এমপি সাবের নিরপেক্ষ, অবাধ, আন্তরিক আচরনে। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ভোটে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন – ৯৩ , গোলাম হোসেন শোভন সরকার – ৯১ ও আব্দুল হাদী আলমাজি জিন্নাহ্ পান – ৫১ ভোট। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমেদ শিখন সরকার – ৭৯, এ্যাডভোকেট লোকমান হাকিম – ৪৪ ও আব্দুর রউফ সরকার বকুল পান – ৪২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিস্কৃতি রানী দাস – ৯৪, লীনা হক লুৎফা – ৮২ ও পাপিয়া পারভীন পরি – ৭৯ ও ইয়াসমীন পারভীন মুনমুন পান – ২৫ ভোট। সামান্য দুই ভোটের জন্য প্রথম স্থান না পাওয়ায় ফলাফল শোনার সাথেই জ্ঞান হারান বিশিষ্ট শিল্পপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও জেলা ইটভাটা মালিক সমিতির সহ সভাপতি গোলাম হোসেন সরকার শোভন, যদিও প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ্য হন। তার ঘনিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগের দুই রাত তিনি ঘুমান নি প্রচারনার জন্য এবং বিপুল পরিমান টাকা খরচ করেছেন দুহাতে ; জিতবেন অবশ্যই এই আশায়। এছাড়া শারিরীক ভাবে হাই প্রেসার সমস্যাও রয়েছে। নির্বাচনী ঘোষনা মোতাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গনের প্রতি গ্রুপ থেকে তিন জনের প্যানেল জেলা আওয়ামী লীগের সুপারিস সহ পাঠানো হবে কেন্দ্রীয় আওয়ামী লীগ দপ্তরে। সেখানে নির্ধারিত হবে কে পাবেন নৌকা প্রতীক ?