নিমগাছিতে দু’দিনে দু’জনের আত্মহত্যা
আব্দুল কুদ্দুস তালুকদার –
রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় পর পর দুই দিনে দুই জনের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার নিমগাছির পাশের গ্রাম শ্রীরামপুরের মৃত বনব আলীর পুত্র অাসান আলী (৬০) গভীর রাতে তার বাড়ীর পিছনে আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ চালান দেয় সিরাজগঞ্জ সদরে। পোষ্টমর্টেম শেষে গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন হয় তার। পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিল সে। মানসিক অশান্তিতে ছটফট করতো রাতদিন। প্রায়ই সে রাতে বের হত মানসিক প্রসান্তির আশায়। ঐ রাতেও তেমন বের হয়। তার ছেলেরা খোঁজ করতে গিয়ে ঝুলন্ত লাশ দেখে। এদিকে তার পরদিন শুক্রবার সকালের দিকে নিমগাছির মৃত তপন পোদ্দারের ছেলে সাগর (৩০) গলায় দড়ি দেয় বাজারের পাশে বিষমডাঙ্গা গার্লস স্কুলের পশ্চিমে ঝাড়ের মাঝে গাছের সাথে ঝুলে। পড়শীরা জানায়, সে ছিল ড্রাগ আশক্ত। বগুড়ায় দর্জির কাজ করতো। নেশার টাকা না পেয়েই এমন কাজ করে বলেই সবার ধারনা। সকালে কাজের সন্ধানে ঢাকা যাবে বলে প্রতিবেশীর নিকট থেকে ৫০০ টাকা ধার নেয়। ঝাড়ের পাশের লোকেরা তাকে ঝুলন্ত দেখে চীৎকার করলে বাজারের লোকজন জড় হয়, তাড়াশ থেকে পুলিশ আসে। কারন, মৃতের বাড়ী রায়গঞ্জ হলেও দু’ বিঘা জমির পরেই ঘটনাস্থল তাড়াশ থানা। জেলা পরিষদ সদস্য ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন প্রমূখের সামনে পুলিশ সুরত হাল রিপোর্ট লিখে লাশ নিয়ে যায় পোষ্ট মর্টেমের জন্য। যদিও এলাকার লোক আপত্তি জানায় পুলিসকে। কারন, দীন – দুঃখী পরিবার। লাশ ফেরত আনবে থানা বা জেলা থেকে সে সামর্থ নেই ওদের। স্ত্রী ও নাবালক দুটো ছেলে মেয়ে রেখে গেছে সাগর। পুলিশ তা শোনে নি।