নিমগাছিতে তাফসীর মাহফিল ।
আব্দুল কুদ্দুস তালুকদার-
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি হাইস্কুল মাঠে গত শনিবার স্থানীয় ইত্তেহাদুল ওলামা পরিষদ আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফীল অনুষ্ঠিত হয় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন। প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন ঢাকা থেকে আগত মুফতি মাওলানা খুরসীদ আলম। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জের খুকনীর মাওলানা আব্দুল কাদের সিদ্দীকী, নাটোরের মাওলানা আনোয়ার হোসেন সহ স্থানীয় ওলামায়ে কেরাম। সভায় বিপুল জন সমাগম হয় কারন, এলাকায় এমন আয়োজন আর কোথাও হয় না। উল্লেখ্য, রিপন চেয়ারম্যানের উদ্যোগে এমন আয়োজন এলাকার মুসলিম উম্মার মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে মরহুম আতাউর রহমান তালুকদার চেয়ারম্যান থাকাকালীন সময়ে অবশ্য এমন আয়োজন হতো বিএনপি সরকারের আমলে। ২০০৩ সালে হাজী আমজাদ হোসেন ছানা চেয়ারম্যান হবার পর তা বন্ধ হয়। তবে তার আমলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নিয়মিত জাতীয় পর্যায়ের টিভি, চলচ্চিত্র তারকাদের সমন্বয়ে। কারন, তিনি ছিলেন সংস্কৃতিমনা ও উদার প্রকৃতির। ফলে, একটানা তিনি ১৪ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন যা সোনাখাড়া ইউনিয়ন সৃষ্টি হবার পর একটা রেকর্ড।