নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় সিরাজগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা।
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় সিরাজগঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ ও আয়েম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার জুম্মার নামাজ শেষে সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়। জাতীয় ওলামা মাশায়েখ ও আয়েম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ শিরাজী, মওলানা আব্দুস সামাদ, মওলানা শামসুল হক, মওলানা আল-আমিন প্রমুখ। বক্তরা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং হত্যাকারীকে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবী জানান।