নজরুল একাডেমী সিরাজগঞ্জের আয়োজনে, জাতীয় কবির ১২০ জন্মবার্ষিকী পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
নজরুল একাডেমী সিরাজগঞ্জ শাখা’র আয়োজনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫মে -২০১৯) ১১জৈষ্ঠ্য ১৪২৬ বঙ্গাব্দ বিকেলে ইফতার পূর্বে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জেলাপ্রশাসক ও নজরুল একাডেমী সিরাজগঞ্জের প্রধান উপদেষ্টা কবি কামরুন নাহার সিদ্দীকা। তিনি বলেন, আমাদের জাতীয় কবি,বিদ্রোহী কবি, সাম্যের কবি,দ্রোহের ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম বাঙালী জাতিকে সুন্দর ও সঠিক পথ দেখিয়েছেন, বাঙালী জাতীকে উজ্জীবিত করেছেন, আর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবির চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে চেতনা যুগিয়েছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নজরুল একাডেমী সহ-সভাপতি অধ্যাপিকা হাসনাহেনা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ আলম, পরিবার পরিকল্পনা বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক তারিকুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, বিশিষ্ট ডাঃ নিত্যরঞ্জন পাল, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ কুমার গৌর প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ। অনুষ্ঠান, সঞ্চালক ছিলেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়ীনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। পরে দোয়া ও সন্ধ্যায় মাগরিব আজানে ইফতার করা হয়।