সারাদেশ

নওগাঁ ত্রাণ নি‌য়ে অসহায় মানু‌ষের পা‌সে দাড়ালো “ফাটা‌কেস্ট”

সানাউল হক,নওগাঁ প্র‌তি‌নি‌ধি:

নওগাঁর বদলগাছী উপ‌জেলার দুধকু‌রি গ্রা‌মে ক‌রোনার মতো মহামা‌রি‌র প‌রিস্থ‌ি‌তি‌তে নিজস্ব তহ‌বিল থে‌কে ত্রাণ নি‌য়ে হতদরিদ্রের পা‌সে দারা‌লো শিবপুর উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং কমি‌টির সদস্য আব্দুল ম‌জিদ (ফাটা‌কেস্ট)। শ‌নিবার সকাল ১০টার সময় দুধকু‌রি প্রথ‌মিক বিদ্যালয় মা‌ঠে এ আ‌য়োজন ক‌রে। এ সময় উ‌পস্থিত ছি‌লেন ডি এম আব্দুল ল‌থিফ(পিটার), সহ সভাপ‌তি বিলাশবা‌ড়ি ইউ‌নিয়ন আওয়ামী‌লিগ। সামা‌জি দূরত্ব বজায় রে‌খে এ‌কে এ‌কে দ‌রিদ্র‌দের হা‌তে ত্রাণ সাম‌গ্রি তু‌লে দি‌লেন ফাটা‌কেস্ট, সহ আরও অন্যান ব্যা‌ক্তি বর্গ।

এই মহামা‌রির সময় ত্রাণ হা‌তে পে‌য়ে অনেকটাই খু‌শি। এ সময় আব্দুল ল‌থিফ(পিটার) মানোনিয় প্রধান ম‌ন্ত্রি, সংসদ সদস্য এবং উপ‌জেলার কর্ম কর্তার দিষ্টি আকরসন ক‌রে ব‌লে। আমরা দুধকু‌রি গ্রা‌মে যে ত্রাণ সাম‌গ্রি পাই তা প্রয়োজ‌নের তুলুনাই অপতুল্ল।