নওগাঁয় লিখিয়ে সাহিত্য সম্মেলনে সম্মাননা-২০১৯ পেলেন সিরাজগঞ্জের উদীয়মান কবি,গল্পকার শেখ বিপ্লব হোসেন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
নওগাঁ জেলার লিখিয়ে সাহিত্য সম্মেলনে সম্মাননা-২০১৯, পেলেন সিরাজগঞ্জের বেলকুচি’র কলাগাছি’র উদীয়মান কবি, গল্পকার, শেখ বিপ্লব হোসেন। গত ৩০ ফেব্রুয়ারি,২০১৯ তারিখে নওগাঁর আত্রাইয়ে “নির্মল সাহিত্য চর্চা করি, সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নওগাঁ লিখিয়ে সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মো: মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক ডা: জাকির তালুকদার। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফিরোজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, শিক্ষক ডা. আব্দুল হালিম, বিশিষ্ট কবি প্রফেসর ড. শিরীন আখতার, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ছড়াকার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। গুনীজন সম্মাননা অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সিরাজ গঞ্জের বেলকুচি’র কবি, গল্পকার শেখ বিপ্লব হোসেনকে নওগাঁ লিখিয়ে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও উত্তরী প্রদান করা হয়। আরো যে সকল কবি ও সাহিত্যিক সম্মাননা পেলেন, কবি এ.কে.এম শহীদুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, মারিয়া আজাদ ও পারভেজ শিহাব। প্রসঙ্গ, শেখ বিপ্লব হোসেন। ১ জানুয়ারি, ১৯৮৪ সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত, কলাগাছি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । পিতাঃ মোঃ ইদ্রিস আলী শেখ, মাতাঃ মোছাঃ সুফিয়া বেগম ।পেশা: বেসরকারি চাকুরি। তাঁর লেখা ছোটগল্প, ছড়া -কবিতা, বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনসহ দেশের বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশ হচ্ছে। তাঁর সম্পাদনায় সাহিত্যের ছোট কাগজ প্রবর্তন নিয়মিত প্রকাশ হচ্ছে। প্রকাশিত গ্রন্থসমূহ: ১) ভালোবাসার সবুজ পাখি (গল্পগ্রন্থ -একুশে বইমেলা-২০১৩) ২) আমি এবং আমার স্বপ্নগুলো (গল্পগ্রন্থ- একুশে বইমেলা- ২০১৪) ৩) হৃদয়ের ডায়েরি থেকে (কাব্যগ্রন্থ- একুশে বইমেলা ২০১৫) ৪) পথ জানা নেই (গল্পগ্রন্থ- একুশে বইমেলা- ২০১৭) ৫) তুমি এলে অবেলায় (কাব্যগ্রন্থ – একুশে বইমেলা ২০১৮) ৬) ফুলপাখিখদের কলরব (শিশুকিশোর গল্পগ্রন্থ- একুশে বইমেলা- ২০১৮) তিনি কর্মজীবনের পাশাপাশি শুদ্ধসাহিত্যচর্চায় নিজেকে নিয়জিত রেখেছেন। তিনি চাকরির সুবাদে প্রিয়তমা স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করছেন।