ধুনটে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র এজিএম বাদশা জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন, ধুনট পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী। এজিএম বাদশা ভোট পেয়েছেন মোট ৩ হাজার ৯০৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের মনোনীত প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৩২ ভোট।
এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট এবং কমিউনিস্ট পার্টি সাহা সন্তোষ কাস্তে প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। উল্লেখ্য, এজিএম বাদশা তৃতীয় বারের মত ধুনট পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
তিনি উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় মেয়র নির্বাচিত হলেন। এর আগেও তিনি পরপর দুইবার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।