ধুনটে অসহায় কৃষকের শেষ সম্বল ৩২’শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া জেলার ধুনট
উপজেলার সাতটিকরী টেকনিক্যাল স্কুল এন্ড ব্যবসায়ে ব্যবস্থাপনা (বি’এম) কলেজ কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে কৃষকের শেষ সম্বল ৩২’শতাংশ জমি পেশি শক্তি ব্যবহার করে জোরপূর্বক দখল করে ভবন নির্মাণের অভিযোগ তুলে হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষক দেলোয়ার হোসেন ও মজনু মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে,
ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন(৬৫) এর ১৪’শতাংশ ও সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নের আগবয়রা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মজনু মিয়া (৩৫) এর ১৮’শতাংশ পারিবারিক জমি
সাতটিকরী টেকনিক্যাল স্কুল এন্ড ব্যবসায়ে ব্যবস্থাপনা (বিএম) কলেজ অনৈতিকভাবে প্রতিষ্ঠানের নামে উপস্থাপন করে সম্প্রতি একটি সরকারি ভবন বরাদ্দ পায়, যা শিক্ষা প্রকৌশল বগুড়া বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। জমির মৌজা গোপাল নগর, জে এল ৮১, এম আর আর খতিয়ান নং ৪০০ সাবেক, দাগ নং ৩৬৭৮। অভিযোগে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠানটির সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে এই বেআইনি কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। একই সাথে নিরীহ ও অসহায়ত্বের সুযোগ নিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা অব্যহত রেখেছে। উল্লেখিত জমির মালিকানা বিষয়ে বগুড়া জেলা জজ আদালত মামলা নং ৯৯/২০১০ গত ১৪/০৭/২০১৪ খ্রিঃ মালিকানা নিশ্চিত করে রায় প্রদান করেন।
আদলতে জমির মালিকানা নিশ্চিত হলেও সেই জমিতে জোর পূর্বক অবৈধভাবে ভবন নির্মাণ কাজ বন্ধে ও জমি দখল মুক্ত করতে হস্তক্ষেপ কামনা করে গত ১৪ অক্টোবর ২০২১ তারিখে বগুড়া জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মইনুল ইসলাম বলেন, সামাজিকভাবে জমি মালিকদের সাথে মিমাংসার প্রস্তুতি আছে।
প্রতিষ্ঠান সভাপতি আমজাদ হোসেন বলেন, সমস্যা সমাধানে গ্ৰাম্যভাবে চেষ্টা চলছে।