ধানক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ীর গোডাউন বাজার এলাকার ধানক্ষেত থেকে এজ নবজাতক ছেলো সন্তানকে স্থানীয়দের সহযোগিতায় জীবিত উদ্ধার। আজ মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে উপজেলার মনোহপুর ইউনিয়নের গোডাউন বাজারের পশ্চিম পার্শ্বে খামার মামুদপুর এলাকার ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ওই গ্রামের মেনহাজুল ইসলাম সজীবের মা ভোর ৬ টার দিকে ধানের জমি দেখতে যেয়ে আলের ধারে কাপড় দিয়ে মোড়ানো শিশুটিকে দেখতে পায়। এক পর্যায়ে ওই মহিলা ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে চিৎকার শুরু করে। পরে মুহূর্তের মধ্যে লোকজন শিশুটিকে দেখার জন্য ভীড় জমায়। শিশুটি জীবিত দেখে মেনহাজুল ইসলাম সজীব দ্রুত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং বিষয়টি পুলিশকে অবগত করে। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামাল হোসেন জানান, সকালে গোডাউন বাজার এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে স্থানীয়রা নবজাতকটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নবজাতকটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন জানান, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ আছে। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । বর্তমানে বাচ্চাটি গাইবান্ধা সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৪ নং বিছানায় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে যারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্হা করছেন তারা ছেলে শিশুটিকে নিজের সন্তানের ন্যায় লালন-পালন করবেন বলে অভিমত ব্যক্ত করেন।