দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে ৬ টি আসনে যাদের মনোনয়ন বৈধ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬ টি নির্বাচনী আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে -প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনে তানভীর শাকিল জয় (বাংলাদেশআওয়ামী লীগ ), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ রেজাউল করিম (জাকের পার্টি), মোঃ সবুজ আলী ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ সাইফুল ইসলাম (সমাজতান্ত্রিক দল জাসদ)।
সিরাজগঞ্জ- ২ (সদর-কামারখন্দ) আসনে- আব্দুর রুবেল সরকার ( জাকের পার্টি), মোঃ আমিনুল ইসলাম (জাতীয় পার্টি), মোছাঃ জান্নাত আরা হেনরী ( বাংলাদেশ আওয়ামীলীগ), সাদাকাত হোসেন খান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা একাংশ) মোঃ আব্দুল আজিজ (বাংলাদেশ আওয়ামীলীগ), মোঃ আলমগীর হোসেন (জাকের পার্টি), মোঃ গোলাম মোস্তফা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ জাকির হোসেন ( জাতীয় পার্টি)
।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা একাংশ) আসনে মোঃ আব্দুল্লাহ আল হাসেম, মোঃ মোস্তফা কামাল (বকুল) (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), শফিকুল ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ), মোঃ হিল্টল প্রমানিক (জাতীয় পার্টি)।
সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি – চৌহালী -এনায়েতপুর একাংশ) আব্দুল মমিন মন্ডল (বাংলাদেশ আওয়ামীলীগ), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র),
মোঃ আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র), মোঃ আব্দুল হাকিম ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ নাজমুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোঃ ফজলুল হক (জাতীয় পার্টি)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে কাজী মোঃ আলামীন (বাংলাদেশ সুপ্রিমপার্টি বি.এস.পি), চয়ন ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ) তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি), মোঃ মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মোঃ মোজাম্মেল হক (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), রেজাউল করিম বিপ্লব( জাকেরপার্টি), মোহাম্মদ শামীম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম)।
জানা যায় যে, হলফনামা অসম্পূর্ণ এবং ভোটারদের দেওয়া স্বাক্ষরে গড়মিল/ মৃত্যু ব্যক্তির নাম থাকায়, ভোটারদের স্বাক্ষরে সমস্যার সহ অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা যায়