দেশ বিদেশে তাঁতবস্ত্রের প্রসারে অবদান রাখায় শাহজাদপুরে জান্নাত লোপাকে ৬ তাঁতী সংগঠনের সংবর্ধনা।
জহুরুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎপাদিত তাঁতবস্ত্র অনলাইনের মাধ্যমে দেশ বিদেশে প্রসারে অবদান রাখায় শাহজাদপুরে জান্নাত লোপাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। জানা যায়, জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান ‘সোনার তরী’র স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জান্নাত লোপা ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র উৎপাদন ও বিপণন করে আসছেন। ড়িসবহ ধহফ ব-পড়সসবৎপ ভড়ৎস (ডঊ) এর সহযোগীতায় জান্নাত লোপা নিজস্ব ডিজাইনের তাঁতের থ্রি-পিছ, গামছাসহ সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎপাদিত ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র দেশের গন্ডি পেরিয়ে বিশ্বদরবারে বাণিজ্যিকভাবে তুলে ধরছেন। এর ফলে ঐতিহ্যবাহী তাঁতশিল্প যেমন পুনরুজ্জীবিতকরণে ভূমিকা রাখছেন তেমনি তাঁতশিল্প নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যুগিয়ে আসছেন। ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র দেশ বিদেশে তুলে ধরতে বিশেষ অবদান রাখায় সোনার তরীর স্বত্বাধিকারী শাহজাদপুরের জান্নাত লোপা কে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতি, উপজেলা তাঁতবস্ত্র ব্যবসায় সমিতি, শাহজাদপুর কাপড় হাট কাপড় ব্যবসায়ী সমিতি, তাঁত শ্রমিক ইউনিয়ন, উপজেলা তাঁতী লীগ ও তাঁত বোর্ডের ৫ ও ৬ নং ওয়ার্ড মাধ্যমিক তাঁতী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এদিন সকালে শাহজাদপুরে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জেলা তাঁত মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক কোরবান আলী লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ওসি শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারন সম্পাদক ওমর ফারুক, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, তাঁতী ও শ্রমিক সংগঠনের নেতা আল মাহমুদ, আলমাছ আনছারী, টিপু সুলতান, আবু শামীম সূর্য্য প্রমুখ। পরে ৬ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ জান্নাত লোপার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।