দেশব্যাপি বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার :
“মুজিববর্ষ উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের আগশিমুলিয়া দাখিল মাদরাসায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প’ ভার্চুয়ালি গণভবন হতে শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় অসহায়, হতদরিদ্র, গৃহহীনদের জন্য দুর্যোগ ও বন্যা কালিন সময়ে সরকারী ব্যবস্থাপনায় যমুনার চরে ইউনিয়নের ৪শত উপকার ভোগীদের জন্য ২ কোটি ৮৬ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট একটি ভবন উম্মুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে এসব ভবন ব্যবহার কার্যক্রম শুভ উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (২৩মে২০২১) সকালে ভার্চুয়ালি গণভবন হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) চৌহালীর আয়োজনে আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, মহিলা বিষয়ক অফিসার শামিম জাহিদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরের ৩তলা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র পেয়ে মানুষ আনন্দিত ও উচ্ছাস প্রকাশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও বাঘুটিয়া ইউনিয়নে সুম্ভুদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়সহ আরও ৩টি আশ্রয় কেন্দ্র স্থাপিত হবে, এসব আশ্রয় কেন্দ্রে উপকারভোগি হিসেবে ব্যবহার করবেন শিক্ষার্থী ও দুর্যোগ কালিন সময়ে বানবাসি মানুষ।