দেশগ্রাম

দূর্বল রিক্সাওয়ালা

রাস্তা পথে চলতে গিয়ে হঠাৎ দাড়িয়ে যাই, পথচারিদের কর্ম দেখে বুকে আঘাত পাই। গায়ে গায়ে ধাক্কা খেলেই দেখায় শের এর তেজ, কুকুর এদের কান্ড দেখে খুশিতে নাচায় লেজ। হয়তো বুঝি তারচেয়ে বড় আর কেউ আর নাই, সালা নেতা সেও নেতা গুন্ডা তার বড় ভাই।

রিক্সাওয়ালা রিক্সা চালায় শরীরের ঘাম ফেলে, সেও ও কিছু থাপ্পর খায় পথচারিদের ভুলে। পাশ রাস্তা ফেলে যারা হাঁটে মধ্য রোডে, রিক্সাওয়ালা বেল বাজিয়েও পায়না ছাড়া যাতে। রিক্সাওয়ালা দূর্বল লোক সব ভুলই তার, ভুল নেই সেই ব্যক্তির ক্ষমতা থাকে যার। সকল লোকই তার পক্ষে ক্ষমতা আছে যার, রিক্সাওয়ালার কেহই নাই নিজে ছাড়া তার।

রিক্সা থামিয়ে রিক্সাওয়ালাকে যখন সাটায় কিল ঘুসি, পাশের মানুষ দর্শক তখন আরে এরা সবাই তো খায় সুজি। দুর্বল লোকের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন নাই, এদের পক্ষ নিলেই বুঝি প্রানটা যাবে ভাই।

আর কতোকাল এই ভাবেতে মার খাবে দূর্বল, তার জন্য কে লড়বে কবে হবে সে সবল। এই দেখিয়া আমার চোঁখে জল আসিয়া যায়, ইচ্ছে করে বারি মারি গিয়ে পথচারিদের পায়।

ইমরান হোসেন আপন