দুই হাত এক পা নেই, এক পা দিয়েই লিখে পাশ করল এইস এসসি।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
শারীরিক প্রতিবন্ধী ফজলু। জন্মগতভাবে তার দুই হাত ও একটি পা নেই। তবে এ প্রতিবন্ধকতা তার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এক পা দিয়েই লিখে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
প্রতিবন্ধী ফজলু সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে গিয়ে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাকে স্কুলে নিয়ে যেতেন ছোট বোন আসমা। ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫৬ পেয়ে পাস করেন ফজলু। বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ২.৭৫ পেয়ে পাস করেন। তার বোন আসমাও এবার এইচএসসিতে জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করেছেন।
এ বিষয়ে ফজলুর নিকট জানতে চাইলে ফজলু বলেন, জন্মগতভাবে আমার দুই হাত ও একটি পা নেই, অনেক কষ্টে এক পা দিয়ে লাফিয়ে স্কুলে গিয়েছি। বই-খাতা-কলম আমার ছোট বোন আসমা নিয়ে যেত। তবে সে না গেলে আমার স্কুলে যাওয়া হতো না। এই রেজাল্ট করতে পেরে আমি খুশি। সবার সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে চাই।
তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আবেদন আমি একজন দরিদ্র, অসহায় পরিবারের এক সারিরিক প্রতিবন্ধী সন্তান তাই আমাকে যেন আর্থিক সাহায্য সহযোগিতা করেন, সেই সঙ্গে একটি চাকুরির ব্যাবস্থা করেন।
ফজলুর মা সারা খাতুন বলেন, ২০০০ সালে ফজলু বিকলাঙ্গ অবস্থায় জন্ম নেয়। ছোট মেয়ে আসমা ফজলুকে লেখাপড়ায় সাহায্য করে। কিছু কিছু কাজ নিজেই করতে পারে। কিছু কাজে তাকে সাহায্য করতে হয়।
দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, ফজলু লেখাপড়ায় ভালো, স্মরণ শক্তি প্রখর। তার ফলাফলে আমরা খুশি। এমতাবস্থায় সকলের প্রতি সার্বিক সহযোগিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, যেখানে যে সুবিধা চাকুরি পাওয়ার মত প্রাপ্য ওর রয়েছে তার সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন ওকে দেওয়া হয় একজন শিক্ষক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।