“দিনমজুরের করোনা” সানাউল্লাহ হক বিপুল
“দিনমজুরের করোনা”
সানাউল্লাহ হক বিপুল
সকাল দুপুর রাত
তিন বেলা কুপোকাত
ঘর থেকে বের হতে না পারলে
জুটেনা দু’মুঠো ভাত।
ভিক্ষুক নই শ্রমিক আমি
মনে রেখো মিয়া ভাই
মাথার ঘাম পায়ে ঠেলে
দিন এনে দিন খাই।
করোনা দিয়েছে হানা
কি করি নেই জানা
ঘরের ভেতর চাল নেই
তবু বাইরে যাওয়া মানা।