থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বর্ষার জন্য জরুরী B+(পজিটিভ) রক্তের প্রয়োজন
আবির হোসাইন শাহিন;
প্রতিনিয়ত থ্যালাসেমিয়া রোগের সঙ্গে লড়ে যাওয়া অসহায়-দুই ভাই-বোন বাঁচতে চায়। একই পরিবারের ভাই-বোন বর্ষা (১০),ওবাইদুল (৭), খায়রুল । তারা গত ৩তিন বছর ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিনিয়ত মৃত্যু তাদের তাড়িয়ে বেড়ায়।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ের মশিপুর গ্রামের দিনমজুর আব্দুল লতিফ ও আঞ্জিয়ারার দুই সন্তান। পরিবারে দারিদ্র্যতার শেষ নেই। যেন নুন আনতে পান্তা ফুরায়। কাজ না করলে দুইবেলা খাবার জোটে না তাদের। দিনমজুরি করে যা আয়, তা দিয়ে ৫ জনের সংসার চালানো কষ্টসাধ্য।
প্রতি মাসে বর্ষার জন্য ৬ ব্যাগ রক্ত লাগে আর ওবাইদুলের ১ বাগ। যোগাযোগ বষার বাবা আব্দুল লতিফ ০১৩০৮-০৭২১৭৫