তেঁতুলিয়ায় পিকনিকের বাস উল্টে শিক্ষার্থী নিহত।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি পিকনিকের বাস উল্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে; আহত হয়েছে আরও অন্তত ২০ জন। রওশনপুর এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানিউল ফেরদৌস জানিয়েছেন। নিহত রাজিব সিংহ আটোয়ারী উপজেলার রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও সানিউল ফেরদৌস জানান, রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারী মিলে ৮১ জন পিকনিকের উদ্দেশ্যে একটি মিনিবাসে করে রওশনপুর যাচ্ছিল। “দুপুরে শালবাহান-রওশনপুর সড়কের রওশনপুরের কাছ্কাছি গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যায় এবং অন্তত ২০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়।” স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
সূত্রঃ বিডিনিউজ ২৪ডট কম