তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জন্য নির্মিত হচ্ছে প্রিয় নীড় আশ্রয়ণ প্রকল্প-২ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মিত হচ্ছে ” প্রিয় নীড় আশ্রয়ণ প্রকল্প-২”। শনিবার (২ মার্চ-২০১৯) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান মহোদয় প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এসময় সিরাজগঞ্জ জেলার সুযোগ্য প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব ইফতেখার উদ্দিন শামীম, উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া জনাব মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) উল্লাপাড়া, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ হিজড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।