তৃতীয়বার আবারও কারিগরি শিক্ষায় সিরাজগঞ্জের শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি’র’ জেলা পর্যায়ে (জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৯ (কারিগরি শিক্ষায়) তৃতীয়বারে আবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম। একই সঙ্গে এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়েছে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ। শনিবার (৬জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের পুরস্কার ও সনদ বিতরণ, উপজেলা পর্যায়ে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের প্রভাষক মোঃ নাজমুল হুদা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) নির্বাচিত হয়েছেন একই কলেজের সম্পা খাতুন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নূর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা প্রমুখ। এর আগে অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬-এ কারিগরি শিক্ষায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন এবং কলেজ শিক্ষকদের নীতিমালা অনুযায়ী ২০১৬ সালে সিরাজগঞ্জ সদর উপজেলা, জেলা পর্যায়ে কারিগরি শিক্ষায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও ২০১৭-এ কারিগরি শিক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলা ও জেলা পর্যায়ে কারিগরি শিক্ষায় আবারও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া তিনি কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে ‘দৈনিক কলম সৈনিক গুণীজন পদক’ ও ‘কলম সৈনিক শ্রেষ্ঠ শিক্ষক পদক-২০১৭’ লাভ করেন।
অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিট পলিটেকনিক, মেডিক্যাল ও টেক্সটাইল ইনস্টিটিউট সিরাজগঞ্জের পরিচালক (প্রশাসন), তাড়াশ কল্যাণ সমিতি সিরাজগঞ্জের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার সব সহকর্মী ও শিক্ষার্থীর। তাদের আন্তরিক সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজকে আগামী দিনে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করতে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে।