শিল্প-সাহিত্য

“তুমি বলে ছিলে” তৌকির আহাম্মেদ হাসু

“তুমি বলে ছিলে”
তৌকির আহাম্মেদ হাসু

ভালোবেসে জান ডেকে
আমায় তুমি বলে ছিলে,
এ জীবনে যদি তোমার না হই
তাহলে অন্য কারো হবো না ।

কিন্তুু কথাটা আজ সময়ের স্রোতে
হারিয়ে গেছে মনেরগহীনে ।
হাজারো কথার ভীড়ে
নতুন কোনো সম্ভাবনায় ।

আমার মনের আকাশে এখনো
অস্তিত্ব আছে কথা গুলোর ।
থাকবেই বা না কেনো জান
আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছি,
আর কাউকে না !!