সিরাজগঞ্জ

তিন শতাধিক শিক্ষার্থী মায়েদের পা ধুয়ে দিল

১৩ মার্চ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজ নিজ মায়েদের পা ধুয়ে দেয় বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

মায়েদের পা ধুয়ে দেওয়ার মতো ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের কামারখন্দের একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- প্রধান শিক্ষক আশুতোষ সাহা প্রমুখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, রায় দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু মো. জুলফিকার আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান সরকার।