তাড়াশ

তাড়া‌শে নিরাপদ অভিবাসনে প্রেস ব্রিফিং

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জেনে বু‌ঝে বি‌দে‌শে যাই, অর্থ সম্মান দুটাই পাই এই স্লোগা‌ন কে
সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও
সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়া‌রি) সকালে উপ‌জেলা প‌রিষদ অ‌ডি‌টো‌রিয়াম হল
রু‌মে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এই প্রচার, প্রেসব্রিফিং
ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ধসঢ়;ফাত
জাহানের সভাপতিত্বে প্রেসব্র্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন তাড়াশ
উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি।

উক্ত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপ‌জেলা নির্বাহী অফিসার
ইফ্ধসঢ়;ফাত জাহান। এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী কমিশনার
(ভূমি) মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন খান,
ম‌হিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ম‌র্জিনা ইসলাম, বারুহাস ইউপি
চেয়ারম্যান মোক্তার হোসেন, সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল
বাকী, মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,
মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, দেশিগ্রাম ইউপি
চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা।
প্রেসব্র্রিফিংয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও
বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।