তাড়াশ

তাড়া‌শে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পড়বো বই , গড়‌বো দেশ’ বঙ্গবন্ধুর বাংলা‌দেশ এই শ্লোগানে সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে আব্দুল
লতিফ গণপাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপ‌জেলার তালম ইউ‌নিয়নের গোন্তাবাজা‌র সংগঠন
কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুল্টা বাজার শহীদ এম
মুনসুর আলী ‌ডি‌গ্রি ক‌লে‌জের প্রভাষক এম এ আ‌জিজ।

সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার, ইউ‌পি সদস্য ইসহাক আলী, গোন্তা
সি‌নিয়ার আলীম মাদাসা শিক্ষক সোলায়ামান, ইউনিয়ন য্ধুসঢ়;বলী‌গের যুগ্ম সাধারণ
সম্পাদক জয়নুল আ‌বেদীন।

অন্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সংগঠ‌নের সদস্য জুল‌ফিকার বিন শাহাজান, রাকিবুল রানা,
র‌নি আহ‌ম্মেদ, রবিউল ইসলাম, আল মামুন, ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক পদপ্রার্থী
শ‌রিফুল ইসলাম প্রমূখ।