তাড়াশ

তাড়া‌শে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩০০ কম্বল ও শীত বস্ত্র বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়া‌শ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হত
দরিদ্রদের মাঝে ৩০০ কম্বল ও শীত বস্ত্র বিতরণ কর‍া হয়েছে।
মঙ্গলবার সকালে গুড়পিপুল আদিবাসী তাঁত শিল্প কেন্দ্রের মিনতি রানী বসাকের সভাপ‌তি‌ত্বে
প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ধসঢ়;ফাত জাহান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুড়পিপুল হাই স্কুলের সভাপতি দীরেন্দনাথ বসাক, শ্যামল মাহাতো,
অমল চন্দ্র উরাও, দেবেশ চন্দ্র উরাও, সুবাস চন্দ্র উরাও প্রমুখ।

হাদিউল হৃদয়